শনিবার, 14 জানুয়ারী 2023 10:12

কী জামানা এলো!! নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                কী জামানা এলো!!

কী জামানা এলো রে ভাই
   ভাবছি সরল মনে,
স্বার্থের জন্য বিবাদ করে
   আপন রক্তের সনে।

ধর্ম মানে মুখে মুখে
   মনে প্রাণে যে নয়,
অর্থের জন্য মিথ্যা বলে
   ঈমান করে রে ক্ষয়।

ক্ষণিক জন্য সম্পদশালী
   অর্থ করে জমা,
হাশর মাঠে পাবে না সে
   নিশ্চয় কভু ক্ষমা।

যুগ যুগান্তর থাকতে হবে
   অন্ধকারময় ঘরে,
অসৎ পথে জমা অর্থ
    সবই রবে পড়ে।

সাথে যাবে ঈমান আমল
    নয় রে টাকা কড়ি,
ভবের মাঝে তবু মোরা
    অসৎ পন্থা ধরি।

যুগ জামানা বড়ই কঠিন
   ঈমান রক্ষা যে দায়,
খুঁজে পাবে ঈমান রক্ষার
   কিতাব মাঝে উপায়।

ফেরকাবাজি ছেড়ে দিয়ে
   আঁকড়ে ধরো কোরআন,
শান্তি পাবে আখেরাতে
   কোরআনে তাঁর প্রমাণ।            
            
202 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 24 ফেব্রুয়ারী 2023 16:49
শেয়ার করুন
মোঃ খয়বর হোসেন

আমি লেখক নই, আমি একজন পাঠক।

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.