এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 17 জানুয়ারী 2023 06:44

প্রাণ থাকতে দেহ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                প্রাণে থাকতে দেহ

সৃষ্টি করেন স্রষ্টা মোদের 
  পাঠায় ভবের মাঝে,
স্রষ্টার কীর্তন গাই না মোরা 
  সকাল বিকেল সাঁঝে ।

তবু স্রষ্টা মুখ ফিরিয়ে 
  নেয়নি মোদের তরে,
আলো বাতাস দিয়ে তবু
  সাজান থরে থরে ।

অসীম দয়ার সাগর তিনি
  রহমতের ভাণ্ডার,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
  সৃষ্টিকর্তা সবার।

সবার তরে সমান তিনি
  আসমান জমিন পরে,
বিরাজ করেন সর্বক্ষণে
  মানবের ক্বলব ঘরে।

মানব দ্বারা প্রকাশ তিনি 
  সৃষ্টিকর্তা প্রভু,
মানুষ হয়ে মানব জাতি 
  হেলা কেনো তবু।

স্রষ্টার ভালোবাসা পেতে
  মানুষ ভালো বাসো,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
  নবির দ্বীনে আসো।

নবি ছাড়া পারের কাণ্ডার
  হবে না তো কেহ,
মনে মনে কর জিকির
  প্রাণে থাকতে দেহ।            
            
176 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ মঙ্গলবার, 21 ফেব্রুয়ারী 2023 13:43
শেয়ার করুন
মোঃ খয়বর হোসেন

আমি লেখক নই, আমি একজন পাঠক।

মোঃ খয়বর হোসেন এর সর্বশেষ লেখা