এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 18 জানুয়ারী 2023 08:18

পূণ্যের খাতা ফাঁকা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                পূণ্যের খাতা ফাঁকা

ধর্মকে বুঝতে হবে জানতে হবে কিতাব,
মানতে হবে কিতাবের বাণী সঠিক হবে স্বভাব।
মুখে মুখে আল্লাহর নাম লোক দেখানো ইবাদত,
নিজের স্বার্থসিদ্ধির জন্য অপরের গীবত।

হবে না লাভ নামাজ পড়ে হজ্ব ইবাদত রোজা,
সঠিক ভাবে ইবাদত করা নয়তো কভু সোজা।
লোভ-লালসা, হিংসা-দ্বেষ করতে হবে বন্ধ,
লোভে পড়ে স্বার্থের জন্য করো না যেনো দ্বন্দ্ব।

সঠিক পথে চলতে হবে করতে হবে মহব্বত,
মানতে হবে কোরআনের কথা দিল থেকে সহমত।
ফেরকাবাজি না করে সঠিক পথে চলা,
জেনে শুনে শুদ্ধ ভাবে কোরআন হাদিস বলা।

পাজামা পাঞ্জাবি পড়ে মাথায় দিয়ে টুপি,
মনের ময়লা দূর করো ধরো না বহু রূপি।
স্রষ্টা করবেন নিয়তের বিচার টুপি জুব্বার নয়,
মুখোশধারী শয়তানের কভু হবে নাকো জয়।

জয় জয় জয় হবে জয় সত্যিকারে যে মানব,
টুপি জুব্বা পড়ে কখনো সেজো না দানব।
লোক দেখানো ইবাদত করে সুদের কারবার,
মাফ পাবেনা কখনো সে হাশরের বিচার।

সব ইবাদত বরবাদ হবে সবই যাবে বৃথা,
মনে প্রানে মানেনি যে আল্লাহ নবির কথা।
ইবাদত বন্দেগি করে খাও ঘূষের টাকা
সবই তোমার বৃথা যাবে পূণ্যের খাতা ফাঁকা।            
            
197 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 24 ফেব্রুয়ারী 2023 16:55
শেয়ার করুন
মোঃ খয়বর হোসেন

আমি লেখক নই, আমি একজন পাঠক।

মোঃ খয়বর হোসেন এর সর্বশেষ লেখা