এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 24 মার্চ 2023 17:25

স্বদেশ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                স্বদেশ

বাংলা মোদের জন্ম ভূমি
    বাংলা মুখের ভাষা,
মোদের দেশে বসত করে
    হরেক মজুর চাষা।

সবুজ শ্যামল রূপের রাণী
      ছয় ঋতুতে গড়া,
যতোই দেখবে মুগ্ধ প্রাণে
     মনটা পাগল করা।

নদীর বুকে পালের নৌকা
    মাঝি গাইছে সুরে,
ভোরেরবেলা ডাকছে পাখি
    দেখলে দৃষ্টি জুরে।

মাঠে ফলে সোনার ফসল
    চাষার মুখে হাসি,
পাখি গাইছেন মনের সুখে
    রাখাল বাজায় বাঁশি।

 স্বদেশ ভূমির মায়ের টানে
     মনটা আসছে ছুটে,
কৃষ্ণ-চুড়া শিমুল পলাশ
     গাঁধা বকুল ফুটে।

চোখ জুড়ানো এমন দৃশ্য
     নবীন রূপে সাজে,
এমন রূপের সুন্দর বাহার  
    নেই কো ধরা মাঝে।

হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্ট্রান
    মিলে মিশে থাকে,
ধর্মের দোহাই কেউ করে না
    একটা সমাজ রাখে।

পাহাড় নদী হাওর বিলে
    রূপ প্রকৃতি ঘেরা,
ধরার মাঝে মোদের এদেশ
    সকল দেশের সেরা।            
            
277 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 06 এপ্রিল 2023 17:48
শেয়ার করুন
শেখ মুহাম্মদ সোহেল রানা

শেখ মুহাম্মদ সোহেল রানা, ১৯৯৮ সালের ১৫ই জুন বৃহত্তর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী গ্রামেতে জন্মগ্রহন করেন। পিতার নাম মোঃ সাইদুর রহমান ও মাতার নাম মোছাঃ জহুরা খাতুন। তিনি প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন আহাম্মদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারপর ২০১৫ সালে আহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাশ করেন, ২০১৭ সালে এইচ,এস,সি পাশ করেন ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ থেকে। বর্তমানে সে লেখাপড়ার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকেন। তাহার লিখা কবিতাগুলো বাংলা সাহিত্যে বেশ প্রশংসিত হয়। সময়ের কলম, কবিতা গল্প ডট কম, বাংলা ভোর টুয়েন্টি ফোর ডট কম, মাসিক নবরঙ ও আর্ন্তজাতিক স্বাধীন বাংলা ম্যাগাজিনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লিখা কবিতা প্রকাশিত হয়েছে। তার প্রকাশ হওয়া যৌথ কাব্যগ্রন্থ সমুহঃ “হৃদয় বীণার সুর”, “প্রেম কাব্যালয়”, “কাব্যফুল”, “দীপ জ্বেলে যাই”, “ছায়াতরু”, “আলোকিত প্রভাত”, “১০১ কবির কবিতা” ইত্যাদি বেশ উল্লেখযৌগ্য।

শেখ মুহাম্মদ সোহেল রানা এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা