আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান পড়বো নামাজ রাখবো রোজা ঝরবে মোদের পাপের বোঝা পূণ্যের জন্য প্রতিযোগি হবো মুসলমান আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান। আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান রহম দিয়ে আছে ঘেরা উত্তম কাজে হবো সেরা ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ মেহেরবান আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান। আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান রোজা হলো পূণ্যের রাজা দেবেন আল্লাহ উত্তম যা'যা রোজাদার ভাই হবে সেদিন রবের মেহমান আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান। আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান জাহান্নামে থাকবে তালা, রোজাদারের গলায় মালা নাজাত দিবেন শেষ দিবসে খালিক মহীয়ান আহলান সাহলান জানাই সালাম ও হে রামাদ্বান।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা

মোঃ মিজানুর রহমান
মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।
মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.