এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 30 জুন 2023 17:04

হাজার দেশের রাণী নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                আমার সোনার বাংলাদেশের
রূপ- লাবণ্যে নেইতো শেষ,
প্রকৃতি আর মানুষ হেতায়
মিলেমিশে আছে বেশ।

সবুজ শ্যামল বৃক্ষলতায়
মন মাতানো হরেক ফল,
বয়ে চলে নিরবধি 
পাহাড় চিরে ঝর্ণার জল।

কী অপরূপ মন-মাতানো
সুবাস ছড়ায় নানান ফুল!
আকাশ মাটির কী মিতালি 
রূপে গুণে নেই তো তুল!

রবি শশীর আলোর খেলায়
জোয়ার ভাটায় ভাঙে কূল,
পাখির কুজন আজানের সুর
নিত্য হৃদে দেয় যে দুল।

নেই ভেদাভেদ সব মানুষের 
হিংসা-বিদ্বেষ নেই তো লেশ,
হাজার দেশের রাণী সে যে
আমার প্রিয় বাংলা দেশ।

প্রকৌশলী ডাক্তার মাষ্টার 
কামার কুমার জেলে ভাই,
সবার মুখে অন্ন জোগায় 
সোনার দেশের কৃষক ভাই।

ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে
ভাসে মাঝির বাউল গান,
মাটির কণায় সোনা ফলে
সব যে মহান রবের দান।            
            
372 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা