এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 17 জুলাই 2023 17:32

বোরকা ওয়ালী কই নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                বোরকাওয়ালী কই?
ক্যামনে ঘরে রই
তারই কথা ভাবতে ভাবতে 
উদাস বাউল হই।

চাঁদের মতো মুখ,
শুনে পাই যে সুখ
জীবনসঙ্গী করলে পরে
থাকবে না আর দুখ।

দেখি না তার চুল
করে না সে ভুল 
পর্দায় থাকা এমন মেয়ের
নেই ভুবনে তুল।

ভুল করে না লেশ
খুব যে করে পেশ
সুললিত কণ্ঠে কোরআন 
শুনতে লাগে বেশ।

বলছেন মহান রব
পর্দার বিধান সব 
মান্য করলে জয় হবে তার 
জান্নাতের উৎসব।            
            
347 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা