সোমবার, 07 আগষ্ট 2023 00:35

বাল্য স্মৃতি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                শৈশব স্মৃতি --টানছি ইতি
তবু উঁকি মারে,
কত খেলা---বিকালবেলা
খেলছি পুকুর পাড়ে।

বৃষ্টি এলে---পাড়ার ছেলে
কত মজা করছি,
অট্ট হাসি ----জলে ভাসি
একে অন্যে ধরছি।

কলার ভেলা---মজার খেলা
পানির উপর ভেসে,
জ্বর যে আসবে ----রাতে কাশবে
মায়ে বলতেন হেসে।

ফুটবল খেলা---ছোট্ট বেলা 
ছিলাম খেলার পোকা,
মায়ে খুঁজে---বলতো বুঝে
পড়বি এখন খোকা।

দিনটা কাটে---সূর্য পাটে
সবার ঘরে বাতি,
বাবার পড়া---- মায়ের ছড়া
খেয়ে ঘুমায় রাতি।

আছে স্মৃতি----অবিকৃতি
বাল্য স্মৃতি কত,
মনের কোণে----সঙ্গোপনে
দোলে মনে শত।            
            
135 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

এই বিভাগে আরো: « ভূত ও পুত দোষ কার!! »

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.