সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 18:58

আজ সকালে, ...........কথা বলে. .......জানতে পারলাম।

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                ফুটবল ষ্টেড়িয়ামের বাহিরে চলে যাচ্ছে,কেউ পারলে ধরে রাখুন।

যাকে নিয়ে ভাবতাম,
তাকে বিষণ ভাল_বাসতাম.
ক্লাসের বন্দুরা সবাই,
তাকে ফুটবল বলে ডাক তো।

এতো দিন ফুটবল আমার,
ষ্টেড়িয়ামের বেতর ছিল।

কে জানি শর্ট মারল,
ফুটবল-এ হাওয়া একটু বেশি ছিল,তাই ফুটবল উপরে উঁঠতে লাগল।

কোথায় গিয়ে পড়ে সৃষ্টি কর্তা জানে।

ময়লায় পড়ে,না খালে পড়ে!নাকি কৃষকের ক্ষেতে পড়ে!!

হয়তো বা,বন জঙ্গঁলে পড়ে।আর না হয়_মহেশখালীর পাহাড়ে পড়ে,
পান বাগানের পানের লতা ধরে লট্কি রয়!!!

দৌস্ত-রা আমাকে একটু ফোন করে জানিয়ে দিও।
....খুশি হব.....            
            
873 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:31
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

1 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.