এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 14 সেপ্টেম্বর 2023 06:23

দেশ মাতৃকার টানে

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                দেশের জন্যে রক্ত দিতে জানে
জীবন দিলো দেশ মাতৃকার টানে, 
বৃথা যায়নি তাঁদের জীবন দানে
বিজয় উল্লাস হচ্ছে দেশের গানে।

প্রবাস থেকে আসে যাঁদের টাকা
তাঁদের স্বেদে ঘুরলো দেশের চাকা,
ধর্মে বর্ণে না দেখি ভাই বাঁকা 
দল মতের ওই উর্ধে থাকুক ঢাকা।

কামার, কুমার, জেলে, তাঁতি,  চাষি 
অন্ন জোগায় তাঁরা বারো-মাসি,
ঝলমল করে উঠুক তাঁদের হাসি
হৃদয় থেকে তাঁদের ভালো বাসি।

কলম যোদ্ধা যত লেখক কবি,
মসির আঁচড় কাটে প্রীতির ছবি, 
সবার প্রেমে হাসে গগণ রবি
দেশ মাতৃকার কল্যাণ করি স'বি।

অন্যায় করে যারা দেশের বুকে
তাদের সবাই দেবো মোরা রুখে,
অনাহারে থাকবে না কেউ দুখে
মিলেমিশে থাকবো দেশে সুখে।            
            
157 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা