এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 14 সেপ্টেম্বর 2023 14:01

জাজিরার বেড়িবাঁধ

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                জাজিরার বেড়িবাঁধ 

জাজিরাতে স্বনামধন্য এম.পি. মন্ত্রীর বাস,
সেই থানাটা পদ্মা নদী করছে সদাই গ্রাস।
 ইসকুল কলেজ মাদ্রাসা আর ভাঙছে বসত ঘর,
সর্বনাশা ভয়াল নদী করছে সবার পর।

কত স্বপ্ন ভাসায় নিলো পদ্মা নদীর জল,
পথে মানব কাটায় জীবন পায় না দেহে বল।
সর্বনাশা পদ্মা নদী ভয়াল তারই রূপ,
বেড়িবাঁধের প্রয়োজনে সবাই ছিল চুপ।

আন্দোলনের রূপকার যে, আমিনুল হক ভাই
বেড়িবাঁধের স্লোগানে তাই তাঁর তুলনা নাই।
প্রচার করে সব মিডিয়া দিনে কিবা রাত,
রবের কৃপায় মন্ত্রী এমপির পড়লো তাতে হাত।

অবশেষে বেড়িবাঁধের ঘোষণাটা হয়,
জাজিরার সব মানবের আজ স্বপ্ন হলো জয়।
বরাদ্দটা পাশ হয়েছে  ভাঙবে না আর কূল,
আনন্দ সাজ সবখানে আজ ঝরছে হাসির ফুল।

ইকবাল হোসেন অপু এম.পি. কোমল হৃদয় ভাই
তাঁর হাতেরই পরশে আজ খুশির সীমা নাই।
এনামুল হক শামীম হলেন মন্ত্রী মহোদয়, 
তাঁর হাতেরই ছোঁয়ায় হলো নতুন সূর্যোদয়।            
            
173 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 15 সেপ্টেম্বর 2023 00:46
শেয়ার করুন
মোঃ মিজানুর রহমান

মোঃ মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামে ০১-০১-১৯৮২ ইং তারিখে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আবুল হোসেন ও মমতাময়ী মা মোছাঃ আসুরা বেগম ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। তিনি রংপুর বিশ্ববিদ্যালয় হতে বি.এস.এস. এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা হতে লেখালেখির উপর প্রবল ঝোঁক। তাঁর প্রাকাশিত যৌথ কাব্যগ্রন্থের মধ্যে "কাব্য রসের হাঁড়ি", "বিদ্রোহী কন্যা", "মিষ্টি প্রেমের ছোঁয়া " বাংলা ও বাঙালি "আলোর যাত্রী"। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন হতে বহু সম্মাননা সনদ অর্জন করে খ্যাতি অর্জন করেছেন। লেখার জগতে তিনি আরও ভালো ভালো কবিতা উপহার দেবেন এটাই আমাদের প্রত্যাশা। তাঁর সফলতা ও উন্নতি কামনা করি।

মোঃ মিজানুর রহমান এর সর্বশেষ লেখা