এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 21 মার্চ 2015 23:57

পরিণতিহীন

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                এ প্রেমের পরিণতি নেই যদি হায়,  
তবে কেন বুদ হয়ে দু'জনে দোঁহায়? 
ভেসে আছি স্বপ্নের ক্ষণিকা ধোঁয়ায়। 
  কেন অকারণ? 
সমাগত ঢেউ যদি ভাসাবে দু কূল, 
কেন বৃথা গড়ি তীরে বালির পুতুল? 
জেনে বুঝে কেন করি হৃদয় ব্যকুল, 
   বিরহ বরণ? 
পবন আঘাতে নভে ছিড়ে পড়া মেঘ, 
হয়তো আবার পাবে জুড়িতে আবেগ, 
ভাঙা মন পারে কিগো দেখিতে বারেক- 
   নিজ গত রূপ? 
চৈত্রের নদী পায় জ্যৈষ্ঠেই জল, 
আশা খুয়ে মন হয় আবার উছল? 
না পারিলে ভাব কেন অযথা পাগল, 
   বেপরোয়া খুব? 
বিধির বিধান যদি বিভাজিবে পথ, 
কেন মিছা মিলনের বাসনা প্রকট? 
স্বপ্ন হারার ব্যথা বিষাবে তাবৎ- 
  জীবনের সুর। 
একঘেয়ে মন বুঝে, তবু বলে যায়, 
ভালবাসি, ভালবাসি, প্রেয়সী তোমায়, 
পরিনতি ভেবে প্রেমে সঁপিনি আমায়, 
   হোক তা বিঁধূর।
6317 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আহমেদ দীন রুমি

খুঁজতে এসো না বৃথা, দিনশেষে পাবে নাকো থই, আর যাই হই আমি, তোমাদের ফটোকপি নই।

আহমেদ দীন রুমি এর সর্বশেষ লেখা

5 মন্তব্য