এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 মার্চ 2015 14:30

পথ শিশু

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

পথ শিশু

 

বয়স তার কত হবে ? ছয় বা সাত

ময়লা মাখা গায়ে তার অনাদরের ছাঁপ।

পরনে তার ছেঁড়া জামা মাথায় খুশকী চুল

মলিন চোখে তাকিয়ে থাকে হয়ে নিঃশ্চুপ

 

চুপি চুপি খুঁজে চলে আপনজনের ছায়া

রোদ, বৃষ্টি, শীত, গরমে একই অবস্থা।

 

পোশাকধারী সাহেব দেখলেই দৌঁড়ে আসে কাছে

কোমল হাতটি দেয় বাড়িয়ে কিছু পাবার আশে।

স্যার, ক্ষিদা  লাগছে ভাত খাব  দেননা কয়ডা টেহা?

আল্লায় আপনের ভাল করবো এই মিসকিনের দোয়া।

 

 

কেউবা দেয় দু-চার টাকা কেউবা বলে বাগ্

এমনি করে জীবন কাটে চাওয়া পাওয়া নাই হিসাব।

 

যে বয়সে স্কুলেতে বই পড়ার কথা

মায়ের আদর ভালবাসায় ধন্যি ছেলে হওয়া,

বাবার কাছে শত রকম বায়না ধরার পালা

সেই বয়সে তার হাতে কেন ভিক্ষার থালা?

 

প্রশ্নটা অতি  সহজ, উত্তর সবার জানা

তবুও বলবেনা কেউ পথ শিশু বলে কথা।

 

কারো ক্ষনিক সুখের ফসল ফুঁটলো যখন ভবে

অন্ধকারে দিল ফেলে দিল পথ শিশু নাম দিয়ে।

ভদ্র সমাজ করলো গোসল হয়ে গেল পাক?

শিশুটি মরলোনা এটাই তার পাপ

914 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 22 মার্চ 2015 14:32
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য