এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 22 মার্চ 2015 20:48

ঘৃণার তীর

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                জানি না কোন সে সুখে
মোর সনে তিক্ত সুরে কহো কথা
কোনোদিনও শুনি নাই সে কথা,
যে কথাতে মিশে আছে রঙিন সুর
আর স্নিগ্ধ ভালো বাসা যেটা শুনিলে
হারাবে আছে যতো হৃদে ব্যাথা। 
যতোই কাছেতে টানছি তোমায় 
সখি ততোই যাচ্ছো দূরে,
মনে হয় বৃথা ভালবাসা
হাতড়ায়ে চলেছি অন্ধকারে।
অাজ আমি বড়োই ক্লান্ত 
এ মন খুঁজিবে না আর তোরে,
ভালোবাসকে অাজ দিলাম ছুটি 
রাখিব না আর ধরে।
চলে যেতে চাও যেতে পার
মায়ার বাঁধনে রাখিব না অার বেঁধে,
তবে ছুঁড়ে  দিতে হবে ঘৃণার শূল
মম অন্তরে যায় যেন বিঁধে।
 
 
 
1000 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য