সোমবার, 09 ফেব্রুয়ারী 2015 19:00

কল্পনার স্মৃতি।

লিখেছেন
লেখায় ভোট দিন
(0 টি ভোট)
                

অফুরন্ত হব শান্ত,
যদি হয় তাঁর দর্শন.
দূর হবে মোর মনের জ্বালা,
যত সব ক্লান্তি।
প্রেম দেব,সব দেব.
হবে না কিছুর কমতি।

সময়ের সাথে বহু স্মৃতি,
স্মরণীয় হয়ে রয়.
সেই দিনের গুরুত্ব বুঝি,
সময় অসময়।

আবেগী মন স্বপ্নের রাজ্যে,
তাঁজ পড়ে রাজার ভেঁসে,
অসীম সৌন্দর্য্যের মাঝে ঘুরে বেড়ায়।

হৃদয় গভীরের শত ভাবণা,
সুখের মধুর হয়.
কিছু হয় যন্ত্রণা।
তবুও মানুষ,স্বপ্ন নিয়ে বেঁচে থাকে.
তাহারই অপেক্ষায়।

758 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 17 এপ্রিল 2015 12:03
শেয়ার করুন
নুরুন্নবী জামশেদ

আমি মুসলিম।মুসলিম ঘরে আমার জন্ম। নাম:-মোহাম্মদ নুরুন্নবী বিন হাছান (জামশেদ), পিতার নাম:-মোহাম্মদ হাছান আলী, মায়ের নাম:-রাশেদা খানম। জন্ম তারিখ:-০২/০৪/১৯৯২ ইং, গ্রাম:-ছনুয়া পাড়া, ডাক+ইউনিয়ন:-বদর খালী(৪৭৪২), উপজেলা:-চকরিয়া।, জেলা:-কক্সবাজার। শিক্ষাঙ্গণ:-বদরখালী এম,এস ফাজিল (ডিগ্রী)মাদ্রাসা। মোবাইল নাম্বার:০০৯৬৮-৯৩৩২১৬১০ ২০১১ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড হতে দাখিল(GPA=4.56)শেষ করি। ২০১৩ সালের শেষ দিকে আলিমের টেষ্ট পরীক্ষা শেষ করি,ফাইনাল দেওয়ার পূর্বে,.. ১৩/০১/২০১৩ ইং তারিখ আমি আমার জন্ম ভুমি প্রাণে দেশ,বাংলাদেশ থেকে প্রবাসের উদ্দেশ্যে ওমান চলে আসি।মনের যত কথা কিছু লেখি।

2 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.