এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 23 মার্চ 2015 19:12

তুমি আসবে বলে

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
 
তুমি আসবে বলে, 
উঠেছিল সকালের ভেজা রোদ্র 
তুমি আসবে বলে 
কিষাণ দেখেছিল ফসলের মাঠে সমুদ্র । 
 
তুমি আসবে বলে, 
জীবনানন্দ লিখেছিল মাহা কাব্য 
তুমি আসবে বলে 
লেখক লিখেছিল বাংলা লেখায় গদ্য। 
 
তুমি আসবে বলে, 
দল বেধে চলেছিল কতনা মায়ের শিশু 
তুমি আসবে বলে 
ছোট্ট ছেলেটি কেঁদেছিল মায়ের পিছু । 
 
তুমি আসবে বলে, 
আবার সেজেছিল নতুনের সাজে মিনার 
তুমি আসবে বলে 
প্রবাসী দিয়েছিল তার জমানো দিনার । 
 
তুমি আসবে বলে, 
মায়ের মুখে আবার এসেছে হাসি 
তুমি আসবে বলে 
রাখালি রেখেছে তার বানানো বাঁশি । 
 
তুমি আসবে বলে, 
স্কুল গুলোতে চলেছে খেলার কলা 
তুমি আসবে বলে 
বিশ্ববিদ্যালয় করেছে আয়োজন পালা। 
তুমি আসবে বলে, তুমি আসবে বলে , তুমি আসবে বলে।
970 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য