বার্ধক্যমোঃনাহিদুর রহমান (নাহিদ)ফুলে ফলে ভরপুরযখন ছিলাম ভাই,বনের পাখপাখালি সবআসত ছুটে আমার আঙ্গিনায়।গানে গানে ভরে দিতআমার মনো প্রাণ,আনন্দে আত্মহারা হয়েতাঁদের করতাম প্রণাম।আমার তখন সবুজ যৌবনউত্তাল ঢেউ গায়,ক্লান্ত পথিক থাকত বসেআমার নিবিড় ছায়।ফাগুনেরি মাতাল হাওয়াদিত আমায় দুলে,তারই প্রেমের সুবাস পেয়েযেতাম আমায় ভুলে।এখন আমার ডাল পালা আরনিবিড় ছায়া নাই,ফাগুন হাওয়ায় নতুন গানেমন করে না আর জয়।কাট ঠোকরায় খোড়ে দেহসাপ পোকেরি বাসা,এখন আমি শুঁধুই জড়শূন্য আমার আশা।
শেয়ার করুন
প্রকাশিত বিভাগ কবিতা

নাহিদুর রহমান( নাহিদ)
মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'।
নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা
1 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 25 মার্চ 2015 13:22 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব সুন্দর কবিতা, কিভাবে ভালোবাসা জানাবো।
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.