এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 25 মার্চ 2015 06:36

বার্ধক্য

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
বার্ধক্য
মোঃনাহিদুর রহমান (নাহিদ)
ফুলে ফলে ভরপুর
যখন ছিলাম ভাই,
বনের পাখপাখালি সব
আসত ছুটে আমার আঙ্গিনায়।
গানে গানে ভরে দিত
আমার মনো প্রাণ,
আনন্দে আত্মহারা হয়ে
তাঁদের করতাম প্রণাম।
আমার তখন সবুজ যৌবন
উত্তাল ঢেউ গায়,
ক্লান্ত পথিক থাকত বসে
আমার নিবিড় ছায়।
ফাগুনেরি মাতাল হাওয়া
দিত আমায় দুলে,
তারই প্রেমের সুবাস পেয়ে
যেতাম আমায় ভুলে।
এখন আমার ডাল পালা আর
নিবিড় ছায়া নাই,
ফাগুন হাওয়ায় নতুন গানে
মন করে না আর জয়।
কাট ঠোকরায় খোড়ে দেহ
সাপ পোকেরি বাসা,
এখন আমি শুঁধুই জড়
শূন্য আমার আশা।
780 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

2 মন্তব্য