এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 01:20

আগুনের দিন নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                জন্ম থেকেই যুদ্ধ, জন্ম থেকেই মিছিল
যুদ্ধ আর মিছিলেই বেড়ে ওঠা আমার
যুদ্ধ আর মিছিলেই বেঁচে আছি আমি
যুদ্ধ মিছিল ই জীবন আমার
না জানি বিধির ইচ্ছেও এমন
যুদ্ধ আর মিছিলেই আমার মরণ।
 
সেই ৫২, ৫৪, ৬৯, ৭১ 'র উত্তাল দিন
আগুন আর বারুদের পাগল বীণ
সেই দুনিয়া কাঁপানো কণ্ঠ
ইতিহাস উজিয়ে আসা উচ্চারণ-
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’
‘আপনাদের যার যা আছে
তাই নিয়ে প্রস্তুত থাকুন।
আমি যদি হুকুম নাও দিতে পারি---।'
অবাক বিস্ময়ে বিশ্ব শোনে সে সুর।
অকুতভয় আমার পূর্বপুরুষ
হাতে হাত কাঁধে কাঁধ পায়ে মিলিয়ে পা
বুক ফুলিয়ে ছন্দ দুলিয়ে 'লেফট রাইট! লেফট রাইট!
উদয়ের পথে এগিয়ে যায় এক ঝাঁক সূর্য সন্তান ধরিত্রীর।
সে এক অসীম সাহসী জাতির ঐতিহাসিক গল্প-
অগ্নিঝরা গর্বিত আগুনের দিন বাঙ্গালীর।
 
---- চলবে ---            
            
764 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:09
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

4 মন্তব্য