এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 12:09

শুন্য বালুচর

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                এখনো তো আগের মত রাত পোহায়নি প্রিয়,  
এখনো তো থেমে যায়নি আগের মতো ঝিঁঝিঁ পোকার ডাক,  
এখনো তো অবিরাম চলছে সেচ মেশিন সেই খালের পাড়ে,  
এখনো তো ঘরে ফিরেনি চাঁদের আলো।  

তবে বলো তুমি কেন চলে যেতে চাও?  
তবে বলো তুমি কেনো আমাকে একা রাখতে চাও?
তবে বলো তুমি কেনো দূরে থাকতে চাও?
তবে বলো তুমি কি পেয়েছো বাইতে অন্য কোন নাও?
আমি কি তোমাকে বাসিনি ভালো?  
আমি কি দেইনি তোমার পূর্ণ অধিকার?  
আমি কি তোমাকে ভেবেছি কখনো পর?
আমি কি তোমার মাঝে ছিলাম এতো খারাপ?

তুমি কেনো বললেনা আমায়?
তুমি কেনো জানতে চাইলেনা আমার মাঝে জমে আছে কিসের হাহাকার?
তুমি কেনো চাইলে না কাছে রাখতে আমায়?
তুমি কেনো হলে আমার পর?

উত্তর পেয়েছি প্রিয় তুমি তো এখন আমার নহে
বেঁধেছ  অন্যের ঘর,
আমি যে এখন তোমার চোখের বালি,
নিয়ে আছি বসে শুন্য বালুচর।

1031 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 15:37
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য