বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 12:33

বাংলাদেশকে খুঁজে পেলামনা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে খুঁজছি,
খুঁজে পেলামনা আজো,
আজো বাংলাদেশকে
একাত্তরের অবয়বে পাওয়া হলোনা।

ঊনসত্তর, সত্তর এবং একাত্তর এসেছিলো
যে নতুন ভোরের উদয় হবার জন্য,
আজো সেই ভোর ভোরেই রয়ে গেলো।
রেসকোর্স ময়দানে সাতই মার্চ
এসেছিলো যে স্বপ্ন দেখাবার জন্য,
আজো সেই সাতই মার্চের
বঙ্গবন্ধুর লেলিহান কণ্ঠের বজ্র ধ্বনির
কোন অর্থই হলো না।
" ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো,
যার কাছে যা আছে তাই নিয়ে প্রস্তত থাকবা "
এই চির সত্যের মানে কেউ বুঝলোনা।
যে স্বপ্ন দেখাবার জন্য ছাব্বিশে মার্চ এসেছিলো,
লাল সবুজ মিশ্রিত পতাকা উড়েছিলো এই বাংলায়
সেই সব স্বপ্ন রাত আসলেই জোনাকিরা
কেড়ে নিয়ে যায় অনিশ্চিতের দিকে।

যে বাংলাদেশের জন্যে নয়টি মাস ধরে
স্বাধীনতার তরে পরাধীনতার নত হতে দেখেছি,
অধিকারের তরে অনধিকারের নত হতে দেখেছি,
মানুষের তরে অমানুষের নত হতে দেখেছি,
সহস্র পরাশক্তিকে ধীরে ধীরে সতী সাধবী
রমনীদের ইজ্জতের নিকটে নত হতে দেখেছি,
অথচ সেই বাংলাদেশের দেখা মিললোনা আজো।
স্বপ্নের স্বাধীনতা আজো
স্বপ্নমুদ্রার এপিঠ-ওপিঠে রয়ে গেলে মাত্র।
সাত কোটি মানুষের রক্তমাখা অতিত,
অযুত নারীর সম্ভ্রম বিকানো একাত্তর,
এই চেতনায় কেনা হলো যে সোনা ভরা দেশ
সেই খানে মানুষ এখনও অমানুষ।

আজ বড় শঙ্কায় থাকি,থাকতে হয়
নিজেকে অসহায় ভাবি,ভাবতে হয়
সকালে ঘুম ভাঙলেই খবরের কাগজে
চোখ বুলাতে ইচ্ছে হয়না আর।
মন কাঁদে, চোখ কাঁদে খবরের কাগজ মেললেই।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে খুঁজছি,
খুঁজে পেলামনা আজো।

লেখাঃ ২৬/৩/১৫ইং

1645 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 15:22
শেয়ার করুন

6 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.