বৃহষ্পতিবার, 26 মার্চ 2015 15:37

সত্যি কি পেয়েছ স্বাধীনতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
স্বাধীনতা পবিত্র এ কথাটি শুনতে
বড়োই তিতো লাগে আজ।
এ যেন এক কাপ নিম রস
যখনি স্বাধীনতা নিয়ে স্বাধীন ভাবে
মনের মাধুরী মিশিয়ে লিখতে বসি
এলোমেলো হয়ে পড়ে বর্ণমালা,
মিছিল করে ওঠে প্রতিবাদী শব্দ।
ভাষারা হারিয়ে ফেলে তার স্বকীয়তা
ভেসে ওঠে চোখের সামনে
বিষাক্ত প্রট্রোল বোমার ছোবলে
হাজারো অগ্নি দগ্ধ লাশ আর
পিতৃ হারা অবুঝ শিশুর বিধুত কান্না,
তাইতো লিখতে চায়না মন
স্বাধীনতা নিয়ে কোনো কাব্য কবিতা।
তবুও আমি লিখতে যাই স্বাধীনতা
জোর করে কলম চালাই
কিন্তু কলমের কালির বিবর্তে পড়ে
বার্ন ইউনিটে জমে থাকা কোটি কোটি
গ্যালন পরাধীনতার ঘৃণিত পুঁজ।
স্বাধীন কথাটা বলতে বড়োই ভয় হয় আজ
কেন জানো?
যদি ওরা উঠে আসে
কবর,শশ্মান কিংবা কাফিন থেকে,
যদি ছুঁড়ে মারে নিরুত্তর প্রশ্ন!
অথাবা যদি ওরা বলে
হে কবি,
কেন এতো স্বাধীনতার গান গাও?
কেন লেখ এতো স্বাধীনতার কবিতা?
ফিরিয়ে দাও অামাদের সেই
স্বাধীন জীবন সংসার।
যদি ওরা বলে
হে বাংলার মানূষ
সত্যি কি তোমরা পেয়েছো
স্বাধীনতার নিদারুণ স্বাদ?
তোমরা কি পার?
বাংলার বুকে মুক্ত মনে
নির্ভেজাল শ্বাশ নিয়ে
চন্দ্রিমা রাতে নির্জন হাঁটতে।
নাকি স্বদেশি ভাইয়ের ছুঁড়ে দেওয়া
বোমার বিষাক্ত ধোঁয়ার মাঝে
বৃথা খুঁজে চলো সর্বাঙ্গ হারা নিজেস্ব
কিছু।
জানি তোমরা নিরুত্তর নির্বাক।
আর তোমারা যদি বলো হ্যাঁ
তবে সেটা হবে
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মিথ্যাচার।
কেন জানো?কারণ,
আজো বাংলার বুকে
২৫শে মার্চের মত রাত আসে।
আজো মানুষের লাশ নিয়ে টানাটানি করে
ক্ষুধার্ত কুকুর আর শকুনের দল।
ভেসে আসে বারে বারে
হাজারো মা বোনের
সতীত্ব রক্ষার করুন অার্তনাদ।
এবার বলো পরাধীনতার শিকেল
বাঁধা স্বাধীন মুকুট পরিহিত
হে বাংলার মানূষ,
সত্যি কি তোমরা স্বাধীন?
985 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

3 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.