এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 মার্চ 2015 03:34

কষ্ট দেখেছি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
***কষ্ট দেখেছি***
---আবিদ আল আহসান 
 
আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি
সেদিন আমার কেন যেন মনে হয়েছে 
তুমি কিসের কষ্টে যেন পাথর হয়ে আছো। 
আমার মনে হয়েছে অজানা কোন কষ্ট
তোমাকে প্রতিনিয়ত তাড়া করে যাচ্ছে। 
 
আমি দেখেছি তোমার মুখে 
কেমন এক বেদনার কালো আকাশ,
সেই বেদনার কালো আকাশে 
একটি ক্ষুদ্র তারকাও জ্বলছে না। 
 
সেদিন আমি ঠিক তোমার পাশে বসেছিলাম,
তুমিই আমাকে ডেকে 
তোমার আরো কাছে নিয়েছিলে,
তোমার অনেক কাছে বসে 
তোমার দিকে চাইতেই আমার আবারো মনে হয়েছে 
তুমি যেন কিসের কষ্টে আছো,
কিসের বেদনা যেন তোমাকে 
প্রতিটি মুহুর্তে আঘাত করে যাচ্ছে। 
 
আজ বহুদিন পরে কিছুটা হলেও বুঝলাম 
আমার ধারণা মিথ্যে ছিলো না,
সত্যিই তুমি অনেক কষ্টে ছিলে,
যে কষ্টগুলো হয়তো সবাইকে বলা যায়না 
নিজের মনের মধ্যে চেপে রেখে 
সহ্য করে যেতে হয় অনেক যন্ত্রণা
 
সেদিন তোমার দিকে যতবার চেয়েছি
সত্যিই আমি তোমাকে দেখিনি 
তোমার সারাটি দেহে কেমন যেন
অজানা এক কষ্ট দেখেছি। 
 
***আগেই বলেছি আমি গদ্য কবিতা লিখিনা। তবে আজ লিখলাম একটি সত্য ঘটনা অবলম্বনে...পুরা কবিতাটাই সত্য.. আমার এক ফেসবুক ফ্রেন্ডকে নিয়ে লেখা। 
685 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 27 মার্চ 2015 03:35
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

1 মন্তব্য