এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 27 মার্চ 2015 03:38

একটু খানি বুঝি

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
 
বুলেট বোমায় মরছে মানুষ নেই জীবনের দাম
না জানি ফের আমরা কবে হবো সফলকাম! 
রাস্তা ঘাটে যায়না চলা মরণ আকড়ে ধরে
আজ মনে হয় আমরা আছি সেই সে একাত্তরে
 
সোনার এ দেশ এমন কেন বলতে পারো নাকি
স্বাধীন দেশে কেন আজো পরাধীন হয়ে থাকি?div>
রাস্তা ঘাটে-হাটে-মাঠে চলতে কেন ভয়?
আবার শুনি দেশটা নাকি ষোলো কোটির নয়!
 
অবাক লাগে জ্ঞান পাপীদের এমন কথা শুনে
চামচামী আজ করার লাগি উল্টাপাল্টা গুনে
কেউবা আবার ইচ্ছে করে কি সব বকে যায়
লজ্জা ভুলে পড়ে আবার ভীনদেশীদের পায়
 
শান্ত দেশে কেন আমরা আবার শান্তি খুঁজি? 
সবকিছু না বুঝলেও আজ একটুখানি বুঝি
অদৃশ্য এক পিশাচী শক্তি রাখছে এ দেশ ঘিরে
শান্তি নামক শব্দটি তাই আসছে নাকো ফিরে?
 
6042 বার পড়া হয়েছে
শেয়ার করুন
আবিদ আল আহসান

বলার মতো জীবনী নেই

আবিদ আল আহসান এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য