আযান দেওয়ার সাথে সাথে
ভাতের বাটি হাতে নিয়ে
দলে দলে যাই আমরা গার্মেন্টসে
দেশের অর্থনীতি সচল রাখতে।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
সকাল ছ'টায় কাজে বসি
বেলা একটায় লাঞ্চ বিরতি
আধা ঘন্টায় লাঞ্চ সেরে
আবার কাজে চলে আসি।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
মাথার ঘাম পায়ে ফেলে
করছি কাজ দিনে রাতে
তবু পাইনা একটু শান্তি
সুপারভাইজার করে শুধু গালাগালি।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
মাস গেলে যে মাইনে পাই
পনের দিনেই শেষ হয়ে যায়
অবশেষে ধার দেনায়
চলে কষ্টে জীবনটা।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
ঝড় বৃষ্টি যাই আসুক
আমাদের ছুটি নাই
গার্মেন্টসে যেতেই হবে
নইলে কারো মাফ নাই।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
এতো কাজ করেও আমরা
পাইনা কারো মন
গালি দিয়ে বলে ম্যানেজার
প্রডাকশন কেন কম?
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
আমাদের শোষণ করে
করছে যারা বাড়ি গাড়ি
তাদের কোন জবাব নাই
জবাব শুধু আমাদেরই।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
আমরা শ্রমিক আমরাও মানুষ
কথাটি কেউ বোঝেনা
মনে হয় তারাই মানুষ
আমরা হলাম পরগাছা।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
আমরা শ্রমিক আমরাও মানুষ
কথাটি বলতে চাই
আমাদের পূণ্য ঘামেই
বেঁচে আছে দেশটা।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
তাই শাসন শোষন বন্ধ করে
অধিকার দাও ফিরিয়ে
বাঁচতে চাই মানুষ হয়ে
তোমাদের এই সমাজে।
আমরা শ্রমিক, আমরাও মানুষ, আমরা গার্মেন্টস কর্মী।
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
7 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক বুধবার, 03 জানুয়ারী 2024 21:28 লিখেছেন exellamug
The relative growth for each strain was calculated by dividing the optical density of the drug treated culture by that of the untreated control how to buy priligy in usa
- মন্তব্যের লিঙ্ক মঙ্গলবার, 01 আগষ্ট 2023 15:57 লিখেছেন IIugEmQv
Hold on the link and or medicine may or twenty units and 10000 international units and throughout the arrival of metformin cialis buy 7percent after gaining as much as 1
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 29 মার্চ 2015 22:06 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
আমি যে বলি, কবি যা লিখে তা, হয়ে যায় কবিতা, এটাই তার কিঞ্চিৎ প্রমান, খুব ভালো লাগলো। অসাধারণ
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 29 মার্চ 2015 19:59 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
বাস্তব চিত্রের প্রতিফলন। চমৎকার। বেশ ভাল লাগল দাদা ভাই
- মন্তব্যের লিঙ্ক রবিবার, 29 মার্চ 2015 15:15 লিখেছেন মহ মনিরুজ্জামান
বাহ্
খুব সুন্দর লিখেছেন ডিয়ার কবি দাদা - মন্তব্যের লিঙ্ক রবিবার, 29 মার্চ 2015 14:13 লিখেছেন সীমান্ত মুরাদ
কি বলব ? কিছু বলার নেই ৷ এরকম কবিতাই আজকের সমাজে বহু প্রয়োজনীয়তার দাবী রাখে
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.