এই পৃষ্ঠা প্রিন্ট করুন
রবিবার, 29 মার্চ 2015 19:47

আত্মা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
একান্তই নিরবে,নিবৃতিতে
মনের কাছে শুধালাম
আমি কি সত্যি একটা মানূষ?
নাকি রক্তে মাংসে গড়া কায়া
চুপসে যাওয়া এক ফানুস।
নিজেকে মানূষ ভাবতে ঘৃণা হয়
কি আছে আমার
মাঝে?
রক্ত,পিণ্ড,অস্থি,মজ্জা আর
ঐ ঠক ঠক শব্দ ছাড়া।
মাননুষের গুণেই তো মনূষ্যত্ব
সেই মনূষ্যত্ব্য আজ
লাঞ্ছিত পদেপদে।
পদদলিত সমাজ বিদীর্ণ প্রায়
নেসার ছোবলে ধ্বংসিত
যুব সমাজ,
পঞ্চায়েতের আসনে মনূষ্য কীট,
ঘুণে ধরা তাদের বিচার।
নীতি হীন রাজা অচল রাজ নীতি
নির্যাতিতা মা বোনের করুণ
আর্তনাদে বিধুত
আকাশ বাতাস প্রতিহত হয়ে ফিরে আসে।
তবুও আমি বধির।
নরপশুর হিংস্র থাবায় যেন কান নষ্ট।
ভাবতে অবাক লাগে,
আমি আশরাফুল মাখলুকত।
ঘটনা ঘটে,কিচ্ছা রটে
সমাজ ধ্বংসে,আর্তনাদ ভাসে
সবি বুঝি, শুনি, দেখি
কিন্তু আমি কিছুই বলিনা।
কারণ একটাই আমি মানূষ নই
মানূষ নামের এক আত্মা।
759 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 11:39
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

8 মন্তব্য