এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 30 মার্চ 2015 09:46

স্বাধীনতার চেতনা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
আমি এক মুক্তি যোদ্ধা ভাই,  
মুক্তি কথা যেখানে শুনি সেখানেই ছুটে যাই । 
মুক্তির গানে যে সুর বাজে সে সুর আমি গাই , 
আমি এক মুক্তি যোদ্ধা ! মুক্তি যোদ্ধা ভাই !!   
 
মুক্তি আমার রক্তে বইছে শিরা উপশিরায় 
মুক্তির কথা কোথাও শুনলে তখনি সুখ পাই । 
মুক্তি মুক্তি কন্ঠে আমার হয় প্রতিধ্বনি 
মুক্তির পথে হেঁটে হেঁটে আমি মুক্ত গান গাই ,   
আমি এক মুক্তি যোদ্ধা! মুক্তি যোদ্ধা ভাই !! 
 
মুক্তি মুক্তি করে হৃদয়ে বইছে হাহাকার 
মুক্তির জন্য ছুটে চলি এপাড় আর ওপাড়। 
মাঝে মাঝে শুনি মহীয়সী নারীর কান্না , 
যে মুক্তি মুক্তি বলে তৈরি করেছে চোখেরি নদীতে ঝর্ণা !
আমি এক মুক্তি যোদ্ধা! মুক্তি যোদ্ধা ভাই !!  
 
আমি মুক্তির জন্য করিনা কোন ভয় ! 
আমার হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন 
পুড়ে পুড়ে হয়ে গেছে ক্ষয়, 
আমি যে প্রতিবাদী বাঙালী ! 
রক্তের স্রোতে বইছে বন্যা প্রতিশোধের নেশায় বুক খলি !!  
আমি এক মুক্তি যোদ্ধা, মুক্তি যোদ্ধা ভাই । 
 
আমি যে শক্ত মনের অধিকারী ! 
দেশের টানে করতে পারি সব 
নিতে পারি প্রাণ করে রাজাকারের মায়ের বুক খালি । 
আমি এক মুক্তি যোদ্ধা! মুক্তি যোদ্ধা ভাই !! 
এক কাঁধে বন্দুক আমার অন্য কাঁধে মুক্তি ভাইয়ের লাশ ! 
মাথায় বেঁধে দেশের পতাকা ছিনিয়ে নিতে চাই মুক্ত বিলাস ।  
 
আমার আসে হু হু করে কান্না যখন ঘুরে ফিরে চলি কাঁধে নিয়ে লাশ ! 
দাপন করবো বলে তাও পারিনা , 
আমি যে মুক্তি যোদ্ধা, মুক্তি যোদ্ধা ভাই ।  
মুক্ত করবো বলে দেশ ছুটে যাই তাই ছুটে যাই ,  
মুক্তি ছাড়া আমার আর কোথাও সুখ নাই 
আমি এক মুক্তি যোদ্ধা ! মুক্তি যোদ্ধা !! মুক্তি যোদ্ধা ভাই !!! 
 
949 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 09:50
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

3 মন্তব্য