এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 30 মার্চ 2015 12:04

শিপ্রা

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                শিপ্রা, সেই চেনা বসন্তে 

তুমি ছিলে আমার অন্ধকার আকাশের বুকে

এক ফালি জোস্নার চাঁদ হয়ে।

তখন তোমার ভালবাসার স্বচ্ছ আলোতে

আমার অনুর্বর পৃথিবীতে

সব চলতো বেহিসেবে।

স্বপ্নের ঘাস ফড়িংয়েরা

চুমু খেত নরম ঘাসের বুকে মহা সুখে।

তারপর সময়ের নিলর্জ্জতায়

দুষ্ট গ্রহের পৃষ্ঠপোষকতায়

একদিন তুমি পা বাড়ালে অনাদরে।

এখন তোমার মাঝে অন্য রকম গন্ধ

তোমার শরীরের সব চেনা ইতিহাস

মুছে দিতে চাও অসভ্য শিল্পসত্যায়।

তারপরও আঁকা বাঁকা এই বুকে

মিশে আছো সেই নিষ্পাপ শিপ্রা হয়ে

যেমন ছিলে দেড় যুগ আগে।

আজও তোমার সাথে আমার কথা হয়

বেদনায় নিস্তব্ধ নিঝুম রাতের পরে।

কান পেতে শুনি তোমার সেই স্বপ্ন কথাগুলো

বাতাসের মিষ্টি সুরে।
তখন আমি শ্রাবণ বিলাসিতায় মেতে উঠি অকৃপণতায়

ভুলে যাই নরম, উষ্ণ সব কাব্যিকতা।

কিন্তু কেন শিপ্রা?

আমিতো পৃথিবীর সব সরস রূপ অস্পর্শ করে

সব বিলাসিতা দুপায়ে ঠেলে

একটা সুন্দর ভালবাসা চেয়েছিলুম তোমার কাছে।

কিন্তু কেন তোমার স্বার্থের অসৌখিন টার্গেটে

আমার বুকটা ঝাঝড়া করে দিলে।

কেন খুন করলে আমার সবুজ ভালবাসা?

কেন বাঁচতে দিলেনা তাকে কাব্যিকতায়?

ভেবেছিলুম সব কিছু ভুলে যাবো

চলে যাবো বহু দুর।

তারপর নতুন রাজ্যে হাসনা হেনা ফুটাবো

বসন্ত আনবো সৌখিনতার দামে

উচাটন মনে গান ধরবো নব বিলাসিতায়।

কিন্তু সব খানেই ব্যর্থতার আত্নচিকারে আমার মহাপরাজয়।
839 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 30 মার্চ 2015 23:01
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য