এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 30 মার্চ 2015 13:46

লোভ

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
পনে দুই বিঘা জমি
যা ছিল মোর নামে,
কাপাল যে আমার কাক পড়েনা
সেটুকু ও গেল বামে।
আরে মশাই, কপাল কি আর
মানুষের এমনি এমনি পোঁড়ে,
সেতো পোড়ে মাত্র
লোভের কবলে পড়ে।
আদম ব্যাপারী এলো এক
চিনি না'কো তারে,
লোভের পসরা সাজিয়ে
কোথাথেকে যেন এলো মোর দ্বারে।
কতশত আশার রঙিন ছবি
সম্মুখে ধরল আমার মেলে,
আমারও স্বপ্ন পিয়াসি মন
গেলাম তাতে ভুলে।
জায়গা জমি বেছিলাম সবি
করিলাম কিছু ধার,
আদম ব্যাপারী সবি নিল
রইল না কিছু অার।
সর্বস্বহারা পাগল এক পথিক আমি
পথে পথে গাই গান,
আঁধারে ভরেছে জীবন
ভিক্ষায় ভিক্ষায় চলেছে প্রাণ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
804 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

4 মন্তব্য