এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 31 মার্চ 2015 20:29

রাজার রাজা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                হে আমার মাতৃভূমির সতত জননী
আমায় ক্ষমা করে দিও
তোমার গোপন অশ্রু যদি মুছাতে না পারি
আমায় ক্ষমা করে দিও
যত আছ মহৎ, সতত, জ্ঞানী 
এ দুখের বাণী,
দেশদ্রোহী হতে তোমাদের মুক্ত করতে পারিনি।
আমি সংকিত, আমি লজ্জিত,
জাতির জাগতিক বর্ণমালা যাদের শিখাতে পারিনি
আমায় ক্ষমা করে দিও
হে ভোরের প্রভাতের কৃষাণ 
তোমার কৃষির উর্বতার উপাদান
পর্যাপ্ত সময়ে দিতে পারিনি।
আমি রাজা বা রাণী, যাই হই
তবে আমি তোমাদের গোলাম
তোমরা প্রজা কভু প্রহারের প্রাপ্য নও
যত আছে দুখের দহন
সইবে আমার অঙ্গন
দিতে পার অনায়সে আমার অঙ্গে।
ভেবোনা আমি তোমাদের রাজা
ভেবে নিও এ গোলাম তোমাদের সেবক।
অতঃপর মানবের ভ্রান্তি আছে
সে হতে আমিও নই মিছে,
আমায় ক্ষমা করে দিও
অনাঙ্গে যদি শাসনের নামে
শোসন কেউ করে
মনে রেখো আমি সত্যের জন্য কঠিন কঠোর
সে হোক পুত্র আমার,
সে হোক মিত্র আমার,
অন্যায়ের কাঠগড়ায় সবাই সমান্তরাল।
মায়া মমতার কাছে নত শির হয়ে
বলিষ্ট আদেশ অক্ষুন্নতা রবে সত্যের কাছে।
আমি কোন রাজা নই
তবে রাজার রাজা।
আমি নিশিতে ঘুরে দেখব আমার দেশটা
কেউ অনাহারে কাতর হয়ে
নিরবে দেয় কি অভিশাপ,
কেউ নিরাশায় নিভৃতে করে অনুতাপ।
ভয় হয় শুধু ভয় হয়
পরকাল পরে  আল্লাহর দরবারে
কি করে দিবো আমি সেই হিসাব।
আমায় ক্ষমা করে দিও
হে জাগ্রত নবীন
স্বদেশের মহত্ব যদি
প্রসার করতে না পারি হিতে।
গীতে সঙ্গীতে, কাব্যে, সাহিত্যে
নিষ্ঠার ন্যায় নীতি, পরিধিতে
সর্বত্রের পরতে পরতে চাইব আমি ক্ষমা।
কারণ আমি কোন রাজা নই
তবে রাজার রাজা।

আবুধাবী/৫-২-১৫/বৃহস্প্রতিবার
সময় প্রান্তরাত: ৩:৩১ মিঃ
1036 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শনিবার, 22 আগষ্ট 2020 17:58
শেয়ার করুন
ওবাইদুল হক

আমি লিখতে চাই সবার সাথ থাকতে চাই। আমি ভালোবাসি আমার বাংলাদেশ, ভাষা ও মাকে। আমি নিজকেই নিজে এখনও চিনতে পারিনি।

ওবাইদুল হক এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

6 মন্তব্য