এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 31 মার্চ 2015 20:52

ইতিকথা

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                কানে পালক গুঁজে 
হরিণী ছুটে যায়
হায়েনার আস্তানায়।
কিছু অস্হি রেখে যায়
জীবাশ্মের কাছে।
হাজার বছর পর
প্রত্নবিদ খুঁচিয়ে খুঁচিয়ে
খুঁড়ে আনবে নতুন তথ্য
পাললিক শিলার স্তর ঘেঁটে।
সিন্ধুনদের পরিবর্তিত গতিপথে
গড়ে উঠবে নতুন সভ্যতা।
কয়লার শরীরে যদিও জমা থাকে
হাজার বছরের ফেলে আসা ইতিহাস,
আগুন আবিষ্কারের ইতিকথা॥

তাং-২৮.০৩.'১৫
সময়-সকাল ০৯.১০ মি:
1025 বার পড়া হয়েছে
শেয়ার করুন
তুলসীদাস ভট্টাচার্য

একই ধরনের লেখা

4 মন্তব্য