এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 01 এপ্রিল 2015 21:38

মাগো তুই যে আমার

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
মাগো তুই যে আমার
স্নিগ্ধ ভোরের পূর্ব রাঙা রবি
তুই যে আমার সকল সুখের
জীবন নদের ছবি
তুই যে বসন্তের সেই
বউ শস্য কোট হলদে পাখির বোল,
তুইযে আমার হারানো দিনের
অাদর মাখা কোল।
মাগো তুই যে আমার
সকল দুঃখের একমাত্র আশা,
তোকে ছাড়া ছন্ন জীবন
শূন্যে যেন ভাসা।
তুইযে আমার জ্যোৎস্না রাতের
ঘুম পাড়ানি গান,
তোরি কোলে মাথা রেখে
জুড়ায় আমার প্রান।
তুইযে আমার মরুর পথের
ছায়া সুশীতল,
তোরি কথায় ক্লান্ত দেহে
গর্জে ওঠে বল।
মাগো তুইযে আমার চৈত্র দিনের
বৃষ্টি ফোঁটার জল
তোকে ছাড়া এই ভুবনে
লাভটা কি আর বল?
তাইতো বলি মাগোরে তুই
যাসনে কভু চলে
সারা জীবন রাখিস আমায়
তোরি আঁচল তলে।
847 বার পড়া হয়েছে
শেয়ার করুন
নাহিদুর রহমান( নাহিদ)

মো: নাহিদুর রহমান( নাহিদ) খুলনা জেলার ডুমুরিয়া থানার সবুজ পল্লি গুটুদিয়ায় ১৮/১০/১৯৯২ ইং তারিখে জন্মগ্রহন করেন।গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং ডুমুরিয়া মহাবিদ্যালয় থেকে এইচ,এস,সি। বর্তমানে খুলনা বি,এল কলেজে বি,বি, এ একাউনটিং ফাইনাল ইয়ারে অধ্যায়নরত।যখনি পায় অবসর খুব কবিতায় মারে ডুব।ছোট বেলা থেকে কবিতা লেখার প্রতি ঝোঁক প্রবল। তার প্রথম লেখা কাব্য গ্রন্থ 'কবিদের নীল পদ্ম'। 

নাহিদুর রহমান( নাহিদ) এর সর্বশেষ লেখা

7 মন্তব্য