এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বৃহষ্পতিবার, 02 এপ্রিল 2015 10:16

ঝড়

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                বজ্রের গর্জনে কাঁপছে বিশ্ব
বাতাসের তান্ডবে নাচছে সমুদ্র
ক্ষণে ক্ষণে ক্ষণপ্রভা দেয় ঝলকানি
ঘোর অন্ধকারে যেন ডুবলো ধরিত্রি।
ঈষাণ কোণে গুড় গুড় ধ্বনি
শোঁ শোঁ শব্দে স্তম্বিত সবি
ভীষণ ভয়ে কম্পিত প্রাণ
আজকেই বুঝি কেয়ামতের বান।
রাখাল গরু নিয়ে ছুটছে বাড়ি
কাজ ফেলে কৃষকেরা ধরছে জারি।
ছোট বড় সকলে স্রষ্টাকে ডাকছে
চলমান পুরীটা থম থম করছে।
গাছপালা নুয়ে নুয়ে মাটি ছুয়ে যাচ্ছে
পাখপাখালিরা সব নিরবে কাঁপছে।
পাড়ায় মহল্লায় কান্নার রব উঠছে
এই বুঝি ঘর বাড়ী ভেংগে নিয়ে যাচ্ছে।
আসে বৈশাখ হানে শক্ত আঘাত
তছনছ করে দেয় কত নগর, গ্রাম,
শেষ হয় ঝড়ের রাত্রি আসে নতুন প্রভাত
আবার শুরু হয় নব স্বপ্নের যাত্রা গান।
স্বত্ব সংরক্ষিত            
            
892 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 29 জুলাই 2015 14:16
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

10 মন্তব্য