এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 03 এপ্রিল 2015 06:31

মনে রাখিস

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
 
যদি তোর আকাশ ভরা
নজর কাড়া শতকোটি
তারাগুলো জ্বলতে দেখিস।
মনের মতো একটি তারা
নিজের করে যদি খুজিস,
মনে রাখিস।
এই আমাকে মনে রাখিস!
 
বিজন বনে একলা কোনো 
পথিক বাউল হাঁটতে দেখিস,
তাঁর সুরেতে সুর মিলিয়ে
ভাব দরিয়ায় যদি ভাসিস,
মরচে পড়া অনাদরের
একতারাটা হাতে ধরিস,
মনে রাখিস!
 
যদি তোর মনে ধরে,
পথের ধারের
নাম না জানা অচেনা ফুল,
হয় যদি তোর 
প্রাণের ভ্রমর,
ও ফুলেরি সুবাসে মশগুল।
সে ফুল তুলে যতন করে
পরাগ রেণু গায়ে মাখিস।
মনে রাখিস।
 
চলার পথে উঁচুনিচু
কোনো এক পথের বাঁকে,
তোরি মনের বিশাল আকাশ
সেই ধুলোতে লুকিয়ে থাকে,
লেগে থাকা পথের ধুলো,
মন থেকে না ঝেড়ে ফেলিস,
মনে রাখিস!
 
তোর চোখেরই মেঘলা বেলায়,
বুকের রক্ত বৃষ্টি ঝরায়,
খড়ের ছাওয়া ঘরে আমার
আবার না হয়,ফিরে আসিস।
খরা বুকের জরাজীর্ণ
ভাঙা খাঁচা যতন করিস,
মনে রাখিস! 
হারাধনের সারা পরাণ
জনমভরা জুড়ে থাকিস!
 
(সংক্ষেপিত)


893 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ আবু সাইদ সরকার

জন্ম ১৯৬৯ সালে ১৩ই সেপ্টেম্বর। বাড়ী বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের বিরাকইর গ্রামে। পিতাঃ মৃত আব্দুস সোবাহান। মাতাঃ মৃত সুখীতন বিবি। ১৯৯২ সালে করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স সহ অর্থনীতিতে এম.এস.এস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে শিক্ষকতা পেশায় এসে সি.ইন.এড ও এম.এড ডিগ্রি লাভ করেন। বর্তমান একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি ছাত্র জীবন থেকেই ছড়া ও কবিতা লিখে সুনাম অর্জন করেন। ইতোপূর্বে তার বহু লেখা বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ"ঈল্লীয়িনে কিছুক্ষণ"।

মোঃ আবু সাইদ সরকার এর সর্বশেষ লেখা

3 মন্তব্য