এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শুক্রবার, 03 এপ্রিল 2015 16:43

প্রিয়তম জানালা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                জানালাটা খুলে দেই
দখিন হাওয়ার ছোঁয়া নেই।
নিঝুম পৃথিবী-
দিবসের কোলাহল জঞ্জাল ধূলোবালি ধোয়া নেই
কোথাও সার্থের কোন ছোঁয়া নেই।

সব ঘুম! নিঝুম তোমার জানালাটা
বেদনার খিল আঁটা
নারিকেলের ছায়াতে বড় বেশী মায়াটে
অপরূপ কায়াতে নিথর মিশে থাকা
তুমিও মিশে আছো ঘুম স্বপ্নের জগতেই।
জেগে আছি আমি একা
দু’চোখ ভরে দেখা জেগে থাকা
ঝিলিমিলি চাঁদ জ্যোৎস্না রাত
রূপের পরমাদ ঢালছে যারা নীরবেই
বন আর গগন বিজন লগন
ভালবাসায় মগন কোথা কোন খাঁদ নেই।

জানালাটা খুলে দিয়ে ঘুমের পৃথিবীতেই
ওপাশে প্রিয়তম এক জানালা দেখার স্বাদ নেই।            
            
877 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:09
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

5 মন্তব্য