ইচ্ছে ছিল সুজয়িতাকে ভালবাসার ফুলে ফুলে সাজিয়েহৃদয়ের কুঠুরে রাখবো রক্ত প্রবাহের সময় পর্যন্ততখন ইচ্ছে, ছিল স্বপ্ন ছিলকিন্তু সুজয়িতাকে সাজানোর মতন ফুল ছিলনা আমার পৃথিবীতে।তাই একদিন অষ্টাদশী বয়সেএকটি গোলাপের চারা রোপন করলাম পরম মমতায়যেন কোন দুর্ঘটনার আগেই সুজয়িতাকে ফুল দিয়ে সাজাতে পারি।তার পর দিন গেল, মাস গেলসময়ের সৌজনতায় গোলাপের ছোট্ট গাছটি বড় হতে লাগলোআমার ইচ্ছে যেন বাস্তব হতে চললতখন আমি ইচ্ছের তরীতে স্বপ্নায়িত এক যুবক।তার পর আরও কিছু সময় অতিবাহিতগোলাপের ছোট্ট গাছটি তখন পরিপূর্ণতার কাছাকাছিআমি আত্নপ্রত্যয়ের শক্তিতে অপেক্ষা করতে লাগলাম।তারপর দিনবদলের পালাতে ছোট্ট গোলাপের গাছটি পূর্ণতা পেলআমার অন্ধকার জীবন মাঝে যেন আলোর দীপালী জ্বলল।কিন্তু এইকি অদৃষ্ট নিয়তির পরিহাস হায়বিকলাংগ ভাইরাসের আক্রমনেপ্রাপ্তির ফুল আর ফুটলনা গাছে।আমার বিশ্বাসের দেয়ালে ভাংগনের ফাটল ধরলচলৎশক্তিহীন আশার তরী তখন মধ্যে যমুনায়।আমি ফিরে আসতে চাইলাম স্বভুমিকায়কিন্তু বিবেকের ন উত্তরে হেরে গেলাম।তারপর সোনালী দিনের নব পরিচর্চায়আবার গাছটি ফিরে পেল পূর্ণতার আলোসবুজ পাতায় ছেয়ে গেল তার ডাল পালা।আমি অপেক্ষায় রইলাম কবে কখন ফুল ফুটবে?আর সুজয়িতাকে সাজাবো ভালবাসার ফুলে ফুলে। ।হঠাৎ একদিন দেখি সবুজ গাছটির ডালে ডালে কুসম কলিআমি আত্ন হারা হয়ে গেলাম, ভুলে গেলাম সব পরাজয়ের গ্লানিভাবলাম এইবার আমার ইচ্ছের স্বপ্ন তরীদু:খ যমুনা পারি দিয়ে প্রাপ্তির তীরে পৌছবেই?আর আমি সুজয়িতাকে সাজাবো নিজের মতন করে।কিন্তু বাস্তবতার আরশিতে একি হেরিলামসুজয়িতা তখন সাধারণ ফুলের সৌরভে বিমোহিতঅন্ধ তপস্যায় আরেক বসন্তের পদদলিত মানচিত্র।আমি থ হয়ে দাড়িয়ে রইলামআমার ইচ্ছের স্বপ্ন তখন মৃত প্রায়।তার পর একদিন ক্ষোভ হল গাছটির প্রতিউত্তেজনায় উপড়ে ফেললাম অর্ধযুগবয়সী গাছটিআর সেদিন থেকে সেই জায়গাটি শুণ্যই রয়ে গেল
হুমায়ুন আবিদ
হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।
হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা
5 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 03 জুলাই 2023 06:06 লিখেছেন ffDNPFG
fincar 5mg DHEA levels low in asthmatics, 161, p
- মন্তব্যের লিঙ্ক সোমবার, 06 এপ্রিল 2015 11:55 লিখেছেন সীমান্ত মুরাদ
বাহঃ অসাধারণ একটি কবিতা ৷
- মন্তব্যের লিঙ্ক শনিবার, 04 এপ্রিল 2015 01:21 লিখেছেন সার্জেন্ট মোঃ নাজমুল কবির (অবঃ)
খুব সুন্দর কবিতা, ভালো হয়েছে। দারুন
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.