এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 04 এপ্রিল 2015 13:22

ভালবাসার সংলাপ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                
You are so close to me
জানো বন্ধু তোমাকে আমি
খুব বেশী আপন মনে করি
কখনও পর করে ভাবতেই পারিনা?
মনে হয় একটি দেহ দুইটি প্রাণ 
একটি ছাড়া অন্যটি বাঁচতেই পারবেনা?
যখন তুমি আমার কাছ থেকে
চলে যাওয়ার কথা বলো 
বিশ্বাস করো আমার দুচোখের কোনায়
শ্রাবণের মেঘ জমা হয়
কষ্টের বৃষ্টি টপ টপ করে ঝরে পড়ে।
বিষন্নতায় ছেয়ে যায় আমার স্বপ্নের আকাশ
বুকের গহীনে ভালবাসার রক্ত ক্ষরণ হয় নিভৃতে।
জানো বন্ধু তোমাকে আমি এতোটা বেশী ভালবাসি
যার উদাহরণ কিংবা সংগা কখনও  লিখে শেষ করা যাবেনা।
শুধু এই টুকু জেনে রেখ
তোমার জন্য হাসতে হাসতে মরতে পারি
তোমার জন্য সব দুখ ব্যাথা  ভুলতে পারি।
হয়তো এটা আমার পাগলামী ভাবতে পারো?
কিন্তু কি করবো বলো
শরীরের থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে  কেউ কি বাঁচতে পারে?
ঠিক তেমনি তোমাকে ছাড়া আমি বাঁচবো না?
যদি পার আমার  মতোন করে 
ভাবতে চেষ্টা করিও
তবে তুমি-আমি কখনও কোন ভুল করবো না
আমরা সঠিক দামে সঠিক জিনিস জিনিসই কিনতে পারবো?
1800 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

5 মন্তব্য