এই পৃষ্ঠা প্রিন্ট করুন
শনিবার, 07 ফেব্রুয়ারী 2015 10:15

বলি মধ্যবিত্তদের কথা নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(9 টি ভোট)
                যদিও আছি আমি দুঃখে, 
তবুও লোকমুখে বলতে হয় ,
আছি অনেক সুখে ।

যদিও আমার ঘরে অভাব
তবুও চলি মুখে তেল লাগিয়ে
এটাই আমার স্বভাব । 

যদিও নূন আনতে পান্তা পুরায় ,
তবুও আমি বলি
মায়ের হাতের রান্নায় ,
আমার হৃদয় জুরায় । 

যদিও আমার ছেড়া শার্ট,
তবুও সেটা গোপন ,
সবারি সামনে আমি তো স্মার্ট । 

যদিও পকেট আমার ফাঁকা ,
তবুও বলতে হয় , কি ঝামেলা,
ব্যস্ততায় তুলতে পারছিনা টাকা । 

যদিও ঘরে নেই আহার,
তবুও নিয়মিত চলে রেষ্টুরেন্টে
নানান ধরনের খাবার ।
5142 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 16 ফেব্রুয়ারী 2015 13:41
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য