এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 06 এপ্রিল 2015 12:10

মিছিলের উচ্চারণ

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                
মিছিলের উচ্চারণ
এসো এ মধুর বর্ষায়
একটি শ্লোগান মুখর মিছিলের কথা,
এ নির্জন নিঝুম রাতে
প্রণয়ের কথা নয়, হত্যার কথা নয়
একান্তে আবেগে আবেগে বারূদের গন্ধের কথা
মৃত্যুর কথা আলোচনা করি।
 
ক্ষমতার কাক
তরল নিয়মে ময়ূর পুচ্ছ ধারণ করে
জীবনকে পরিহাস করছে,
জটিল করে তুলছে
মিছিলের উচ্চারণ।
 
এসো আরো তীব্র আকর্ষণে
পরস্পরকে জড়িয়ে ধরি-----
হারিয়ে যাওয়া তাজা সন্তানদের রক্তে
এক বিরাট মিছেলের পুনঃ আবির্ভাবের
কথা নিয়ে আঙ্গুলে আঙ্গুলে  রক্তে রক্তে
আলোড়ন সৃষ্টি করি।
 
এসো নতুন এক বাসরের ফুল দিয়ে
বাংলাদেশকে সাজাবার জন্য
পরষ্পর আলোচনা করি।
 
#বরিশাল, '৯০
782 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 25 নভেম্বর 2020 21:54
শেয়ার করুন
কে এম আলাউদ্দীন

কে এম আলাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর গ্রামে পহেলা মে ১৯৫৩ ইং সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুল হামিদ মিয়া, মাতা মরহুমা রাবেয়া খাতুন। ৩ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি সকলের বড় । শৈশবকাল হইতেই তিনি লেখা প্রতি ঝোঁক ছিল। তিনি বরিশাল এপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হতে ডি.এইস.এম.এস. ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ৫০ সহস্রতমিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা করে আসছেন। সদা হাস্যোজ্জল ব্যক্তি তিনি। আলোর মুখোমুখি নামে তার একটি কবিতার বই ১৯৮৫ সনে প্রকাশিত হয়েছিল। বর্তমানেও তিনি নিয়মিত ভাবে লিখে চলেছেন, সাহিত্যের একজন সেবক হিসেবে এখনও তিনি সক্রিয়। তিনি বর্তমানে ৭৭৫, সদর রোড, শাকুর ম্যানসন (ক্যাপ্টেন নজিব উদ্দিন ক্লিনিক সংলগ্ন) বরিশাল শহরে বসবাস করছেন।

কে এম আলাউদ্দীন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য