সোমবার, 06 এপ্রিল 2015 13:42

মনে পড়ে স্মৃতি তোমাকে

লিখেছেন
লেখায় ভোট দিন
(2 টি ভোট)
                

স্মৃতিময় সৌখিনতার বিলাসিতায় বসে

অবসন্ন জীবনের ক্লান্তিহীন লগ্নে

কোন এক শরতে ঝড়ে পড়া স্মৃতি

তোমার অমৃতবহা অতীত প্রেমের ঢল

আমার জীবন মাঝে নেমে এল

শ্রাবণের বেদনা বিধোর শর্বরী হয়ে আজ

মৌসুমী নিরুংকোশ ভালবাসার অধ্যায়ে

ফুটন্ত গোলাপের বনে

দুটি ফুল স্বপ্ন দেখেছিল ভালবাসার

কাশ ফুলের মতোন স্বপ্ন ঘেরা রূপালী দিন গুলিতে

তুমি ছিলে মনের শুভ্র আভায় ভরা পূর্ণিমা রাতে

এক স্বপ্নময় ভালবাসা হয়ে

তারপর নিন্দুকের হাসির ছটায়

তোমার সুনিপুণ স্বার্থপরতায়

আমার সুন্দর মনের মৃত্য ঘটিয়ে

ভালবাসার সমাধি ক্ষেত্র রচনা করলে

নব ভুমিকায়

কিন্তু আমিতো প্রকৃতির প্রিয় মিলনের মতোন

একাগ্র লালিত আপন সাধনায়

স্মৃতিকে সঞ্চয় করেছিলাম

এক স্বপ্ন বিলাসিত সৌখিনতায়

তবে কেন?

বাস্তব অভিনয়ে কান্নার যমোনা সুষ্টি করে

আমার বিশ্বাসের অপমৃত্যু ঘটালে

আজ জীবনের আশার খেয়া ঘাটে

স্বপ্নের নীড় খসে পড়ে

অদ্রিসম নিশ্চল হয়ে হেরি

ব্যাথার বৃষ্টিতে হৃদয় বৃন্তটা কাদেঁ

তবুও মনে পড়ে স্মৃতি তোমাকে

6531 বার পড়া হয়েছে
শেয়ার করুন
হুমায়ুন আবিদ

হুমায়ুন আবিদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন তাঁতিরসোতা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় হতে এস, এস, সি, পরে শ্রীপুর ডিগ্রী কলেজ হতে এইচ, এস, সি, পরীক্ষায় পাশ করার পর সরকারী সাদ'ত বিশ্ববিদ্যালয়, করটিয়া হতে বি, কম, অনার্সসহ এম, কম সম্পন্ন করার পর বাংলাদেশ নৌ-বাহিনীতে সহকারী কস্ট একাউন্ট্যান্ট পদে যোগদান করেন। ছোট বেলা থেকেই লেখার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বর্তমানে তাঁর লেখা কয়েকটি গানসহ একুশের এলবাম 'বর্ণমালার বর্ণে আঁকা আধুনিক গানের এলবাম একটাইতো ছিল এবং কবিতা আবৃত্তির এলবাম ভাবনার কবিতাগুলি ' সিডি আকারে বের হয়েছে। এছাড়া 'কবিদের নীল পদ্ম' কাব্যে গ্রন্থে সমাজ সচেতনামূলক কবিতা প্রকাশিত হয়েছে।

হুমায়ুন আবিদ এর সর্বশেষ লেখা

এই বিভাগে আরো: « কোন পথে চলেছ? জয় হবে »

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.