এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 07 এপ্রিল 2015 01:48

রমণী তুমি

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                
রমণী তুমি কত সুন্দর 
বলোনা তুমি বলোনা, 
কি দিয়ে করি তোমার কদর ?   
 
তুমি যখন হাসো তখনি সুন্দর 
তুমি যখন কাঁদো তখনিও সুন্দর , 
সুন্দর তখনি যখন থাকে তোমার গোমড়া মুখ। 
 
রমণী তুমি অনেক সুন্দর   
হেলে দুলে হাটো ঐ গাঁয়ের পথটি ধরে,   
যখন বাতাস তোমার চুলে এসে 
দিয়ে যায় দোলা তখন লাগে সুন্দর কত সুন্দর । 
 
রমণী তোমার মায়াবী দুই নয়ন লাগে আরো সুন্দর 
যখন দূর পথে পড়ে তোমার দৃষ্টি , 
তুমি সুন্দর কত সুন্দর 
যখন হেসে যাও প্রাণ খুলে 
পুরুষের চোখে দিয়ে যাও মায়ার দৃষ্টি  ।
1072 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

4 মন্তব্য