এই তো আমার দেশ
শস্য শ্যামল সোনার বাংলা
সবুজের সমাবেশ-
এই তো আমার দেশ।
সকাল বেলা পূবাকাশে
ওঠে সোনার রবি
আশার আলো নিয়ে বুকে
আঁকে সুখের ছবি-
পরশ মাখা সেই সুখের
নেই তো কোন শেষ।
মাঠে মাঠে ফসল ফলে
কিষাণ কাটে ধান-
গাছে-গাছে দোয়েল-কোয়েল
ধরে মধুর তান।
সূর্যি মামা জাগার আগে
জাগে সকল প্রাণ
সারা রাতে ক্লান্তি সেরে
ধরে নতুন গান
জোৎস্না মাখা চাঁদের আলো
দেখতে ভারী বেশ।

নাজমুল কবির
নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।
নাজমুল কবির এর সর্বশেষ লেখা
8 মন্তব্য
- মন্তব্যের লিঙ্ক
মঙ্গলবার, 21 নভেম্বর 2023 04:09 লিখেছেন expalay
Blood 88, 1525 1541 1996 buy cialis online no prescription PMID 24065294
- মন্তব্যের লিঙ্ক
রবিবার, 02 জুলাই 2023 03:26 লিখেছেন zVEWxX
I ended up being much farther along than I thought and not that this is your path, I ended up miscarrying priligy reviews Robby, USA 2022 05 19 22 27 55
- মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 09 এপ্রিল 2015 08:02 লিখেছেন নাহিদুর রহমান( নাহিদ)
এটি মোদের সোনার বাংলা
রূপের নাইতো শেষ
এ দেশেতে জন্মে মোরা আছি কিন্তু বেশ।
দারুণ ছন্দে কবিতা পাঠে মুগ্ধ হলাম দাদু ভাই - মন্তব্যের লিঙ্ক
বৃহষ্পতিবার, 09 এপ্রিল 2015 05:18 লিখেছেন মোঃ খোরশেদ আলম
খুব ভালো লাগল দাদু ভাই
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 08 এপ্রিল 2015 22:20 লিখেছেন মোঃ আবু সাইদ সরকার
ফেস বুকে পড়েছ। দারুণ দেশের কবিতা।খুব ভালো লেগেছে।
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 08 এপ্রিল 2015 20:07 লিখেছেন নুরুন্নবী জামশেদ
মা`শা আল্লাহ দেশ প্রেম অনেক সুন্দর হয়েেছে
- মন্তব্যের লিঙ্ক
বুধবার, 08 এপ্রিল 2015 18:39 লিখেছেন সীমান্ত মুরাদ
বাহ ! চমৎকার দেশ প্রেমের কবিতা ৷
মন্তব্য করুন
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.