রবিবার, 12 এপ্রিল 2015 09:54

একুশ আমার অহংকার

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                
আমারি দেহে যতদিন থাকিবে প্রাণ 
শুধু একটি কথাই থাকিবে , শুধু একটি সুর থাকিবে   
মুখে থাকিবে একটি বুলি , একুশ আমার অহংকার ।   
 
আমারি গায়ে আজ একটি গেঞ্জি থাকিবে 
যেখানে লেখা রবে রক্তের কালিতে   
বুকেরি মাঝখানে , একুশ আমার অহংকার । 
 
আমারি হাতে থাকিবে আজ বাংলার পতাকা 
হাতে বাঁধা থাকিবে একটি ফিতা , 
মাথায় ও বাঁধবো সেখানে লেখা রবে একই কথা   
একুশ আমার অহংকার ।   
 
আমারি হাতে থাকিবে আজ মাইক,   
বুকে থাকিবে বল , মুখে থাকিবে বুলি 
হে একুশ বলো তুমি বলো , তোমাকে কি করে ভুলি ? 
তোমারি জন্যে আজ তুলে নিলাম রং তুলি , 
আঁকতে সেই নামটি, যে নাম আমার মুখের বুলি। 
একুশ, একুশ , একুশ আমার অহংকার ।
884 বার পড়া হয়েছে
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

4 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.