এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 13 এপ্রিল 2015 11:39

শূন্যস্থানে শূন্য 'তুমি'

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                
এখানে প্রচুর কোলাহল
এখানে ব্যথাদের ভীড়
এখানে কান্নারা অানে ঢল
এখানে ঘুমেরা পায়না নিবিড়।
 
এখানে বিরক্তিরা করে পায়চারা
এখানে চিনচিনে ব্যথা; কইলজে ছেঁড়া,
এখানে ঘটে নিওরনের বিক্রিয়া
এখানে চলে উন্মাদনা; যতসব তার ছেঁড়া।
 
এখানে প্রচুর মধু জন্মে; বিষ হয়
এখানে ভিমরূলও হুল বিঁধে; প্রতিশোধ লয়।
 
এখানে থমকে থাকে সময়ের কল
এখানে ক্যালেন্ডারে একটি পাতা উজ্জ্বল
এখানে চাঁদটা থাকে মেঘের তল।
এখানে রাতের পরে অাসেনা ভোর
এখানে অন্ধকার, অন্ধকার ঘোর
এখানে পায়ের দেশে ছায়াও অগোচর।
 
এখানে অদম্য চাওয়া উঠে সিংহ তেজে
এখানে বুড়ো চাল কুমড়াও অবহেলায় পচে
এখানে ষ্টেশনে ঢং! ঢং! ঢং! ঘন্টা বাজে
এখানে বাচার সব স্বাধ মোটেই মিছে।
 
এখানে বেহুঁশে নিকোটিন পুড়ে ছাই হয়
এখানে সংজ্ঞা নেই "জীবন কাকে বলা হয়?" 
 
এখানে সবি অাছে; যা দিয়ে স্মৃতি বাঁচে
এখানে অাছি অামি; শুধু শূন্যস্থানে শূন্য 'তুমি'।
1086 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 13 এপ্রিল 2015 16:56
শেয়ার করুন
এয়াকুব বাবলু

এয়াকুব বাবলু এর সর্বশেষ লেখা

8 মন্তব্য