এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 13 এপ্রিল 2015 11:42

অন্তহীন বেদনার উচ্চারণ নির্বাচিত

লিখেছেন
লেখায় ভোট দিন
(3 টি ভোট)
                বড় বেদনার কথা ! ভাবতেও বিস্ময় লাগে!
এখনো নিজের কাছে প্রশ্ন রাখতে হয়
আমি কি স্বাধীন? পেয়েছি কি স্বাধীনতা?
সেই চল্লিশ বছর আগে
ত্রিশ লক্ষ তাজা প্রাণের বিনিয়ম
বাংলাদেশ নামে একটি স্বাধীন স্বদেশের জন্ম হয়েছিল আমার?
না কি এখনো আমি পরাধীন?
সাম্রাজ্যবাদীর বেড়ি আমার হাত-পায়
কোমরে গলায় জড়িয়ে বাঁধা আছে দাসত্বের শিকল
আমি বেঁচে আছি রাজাকারদের কোন এক অচেনা দেশে?
 
আমার স্বপ্ন স্বাধীনতা বিরোধী আলবদর আলশামস রাজাকার
তাদের দোসরদের বিরুদ্ধে এখনো নিরুত্তাপ অধিকাংশ দেশবাসী
এখনো এখানে বজ্রকন্ঠে কিছু যায় না করা উচ্চারণ
তাহলেই ধর্মের নামে ধর্মবাজ, সুধীর পোশাকে দালাল সমাজ
শকুনের মত উড়ে আসে কন্ঠনালী খাবলে ধরে।
বজ্রবাহু উঁচুতে উঠাতে গেলেই
হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করা হয়
অথবা করার পায়তারা চলে।
কারো কলম ওদের বিরুদ্ধে এগুতে গেলেই
ওরা সাম্প্রদায়িকতার নামে বলে গালি দেয়
বেড়িয়ে আসা ধারালো কথাগুলো আরো ধারালো নখে
ব্যবচ্ছেদের চেষ্টা করে ওরা।
অথবা কৌশলে নিয়ে যাওয়া হয় ডোম ঘরে
টিবিলের নীচে রাখা ময়লার ঝুড়িতে
কিংবা যুগের অত্যাধুনিক ইলেকট্রিক রিসাইকল বীণে।
আর এমনি করে আমি দিনে দিনে
সাহসী-যোদ্ধা- বোদ্ধা- পাঠক বন্ধুহীনে
বোবা এক বেদনায় একা!
বড় একা হয়ে যাচ্ছি আমারই আপন স্বাধীন স্বদেশে।            
            
761 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ রবিবার, 06 সেপ্টেম্বর 2020 14:13
শেয়ার করুন
মুজিবুর রহমান মুনীর

নিজের কাছে নিজেরে অচেনা যে।

মুজিবুর রহমান মুনীর এর সর্বশেষ লেখা

6 মন্তব্য