সোমবার, 13 এপ্রিল 2015 14:15

ব্যর্থতা আমার

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                সার অপেক্ষায় বসেছিলাম কুঞ্জবনে,
বুকের ভেতরটা কেঁপে ওঠেছিলো তনুমনে।

সাহস থাকলেও সাধ্য ছিলো না বলার,
চ্ছের ডানাগুলো ভেঙে হলো চুরমার-
হনে পোড়নে সারাটি জীবন হলাম ছারখার।

হসা চেয়েছিলাম তোমার অধর-অন্তর,
ঙ তুলির আঁচড়ে অবয়ব এঁকেছি পর পর,
কারুকার্য দেখে মুগ্ধ হয়েছি শুধু বারংবার,
ক্ষা করে ফিরিয়ে আনতেও পারিনি একবার।

এ ব্যর্থতা শুধুই আমার
তোমাকে দোষ দেয়ার কি দরকার?

উৎসর্গঃ আবু সাইদ সরকার।

About My Failure

We sat waiting for the coming of the groves,
Heart & soul arise inside chest shook.

Although it was not possible for the courage to say,
Crash wishes were broken wings
Combustion burn was ruined my life.

Wanted burst lip-heart
Color strokes scratch after outlined shape,
Was impressed by the artistry is just repeated,
Once I could not keep back.

Failure to my excessive
What you need is to blame?


1131 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 15 এপ্রিল 2015 15:20
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

7 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.