এই পৃষ্ঠা প্রিন্ট করুন
সোমবার, 13 এপ্রিল 2015 14:27

বৈশাখ

লিখেছেন
লেখায় ভোট দিন
(4 টি ভোট)
                এলো আবার বৈশাখ ধরনীর
বুকে মনের যত দুঃখ, গ্লানি
মুছে দিয়ে পুরাতনকে জানিয়ে বিদায়।
নতুন করে সাজাতে সুন্দর ভূমিতল।
বৈশাখীর মহাতান্ডব লীলার
করুণ সুরের বীণায় প্রকৃতির
'পরে কনকলতা কাঁপন তোলে
সংগোপনে----।
মৃত্তিকার রিক্ত কাতরতার মুর্ছনায়
শুকনো পাতার আড়ালে পথের
ধুলো লুকাই----।
গোধুলী বেলায় গ্রাম্য বধুর
অশান্ত চোখের কোন তারায়।
বৈশাখ আসে যেন উৎসব
মুখরিত পরিবেশে পুণ্যাহ
আর সানাই রঞ্জিত সুরে।
কালের প্ররিক্রমায় চিরন্তন
অস্তিত্বে স্বাধীন ব্যক্তি স্বত্তা
নিয়ে বাঙালীর ঘরে-ঘরে।

778 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 13 এপ্রিল 2015 20:23
শেয়ার করুন
সুজন হোসাইন

নাম:সুজন হোসাইন,পিতার নাম:নাঈম উদ্দীন,নওগাঁ জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে আমার জন্ম পোস্ট :নারায়ণপুর-৬২২০। জন্ম তারিখ :০৭/১০/১৯৯৩ মোবাইল:01755178188, আমি ২০১০ সালে এস.এস.সি পাস করি এবং ২০১২ সালে এইচ.এস.সি পাস করি ।বর্তমানে ডিগ্রি বি.এস.এস পড়াশোনা করছি ॥কবিতা লিখা হাতে খড়ি আমার স্কুল জীবন থেকে ।কবিতা পড়তে আমার খুব ভালো লাগে ।তাই সাহিত্য চর্চা করি ।

সুজন হোসাইন এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

7 মন্তব্য