এই পৃষ্ঠা প্রিন্ট করুন
মঙ্গলবার, 14 এপ্রিল 2015 14:08

প্রথম ভালবাসা

লিখেছেন
লেখায় ভোট দিন
(5 টি ভোট)
                হঠাৎ একটা পরিবর্তন কাজে,
নেশায় এবং মনে কিন্তু পরিবর্তনের হেতু
কোন এক "ছলনাময়ী"।
এই ধারা বজায় রাখার সেকি ব্যকুলতা!
সমস্ত সত্তা জুড়ে তাঁর অস্তিত্ব বিরাজমান!
নিষ্কলঙ্ক হৃদয় হঠাৎ কলঙ্কের কালিমা
আর সণ্তর্পনে মন নিয়ে বাজি ধরার
অমোঘ সাহস সঞ্চার করল "তাঁর" গুণে।
নিশি জাগা পাখি হতে ইচ্ছে করে এখন,
কঁচি ঘাসের বুকের শিশির মুগ্ধতা জাগায়।
ছোট পাখির কিচির মিচির কি মনোহর!
বিরহী সুর আরও আপন মনে হয়।
সমুদ্রের গর্জনকে শৈল্পিকতার নিদর্শন ভেবে
নিজেকে অবগাহন করার তীব্রতা ফুটে।
তুষার শুভ্রতা থেকে মুক্তি পেতে ইচ্ছে করে,
ছোট ছোট ভুলগুলোকে
ছোট ছোট হিরা ভেবে ভুল করি।
সকলের ভালবাসাকে মিছে মায়া মনে হয়।
চোখের সামনের শ্রী-হীন
বস্তুগুলো যেন নতুন বর্ণে প্রতিভাত হয়!
কি স্নিগ্ধতা সে সবে,
কি ব্যকুলতা তাদের কোলাহলে!
সমস্ত হৃদয় জুড়ে চিন্তার শিহরণ
যেন আগুনের স্ফূলিঙ্গ হয়ে বের হতে চায়।
প্রতিটি শব্দের মধ্যে যেন কত পরিপূর্ণতা!
নিজেকে স্রোতের বিপরীত
থেকে টেনে তোলার প্রয়াস জাগে।
চোখের সামনে "তাঁকে" পদ্মের মত লাগে!
ঘের কাটেনা একটানা ভাবনার।
প্রহর শেষ হয়ে যায়
ভাবি ভবিষ্যৎ ভাবতে ভাবতে।
এইসব পুতিধূমময়তার মাঝেও,
তাঁর ছবি চোখে ভাসে,
ভীষণ কাছে পেতে ইচ্ছে করে,
যার পূর্ণতা পায় প্রথম ভালবাসায়।।।
1477 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ শুক্রবার, 17 এপ্রিল 2015 13:04
শেয়ার করুন
এম. আর. মঞ্জুরুল হক

এম. আর. মঞ্জুরুল হক এর সর্বশেষ লেখা

16 মন্তব্য