বুধবার, 15 এপ্রিল 2015 12:35

মানুষ মানবতা কবিতা

লিখেছেন
লেখায় ভোট দিন
(6 টি ভোট)
                মানুষের জন্য চাই লিখতে মানবতার কবিতা- 
নুন্যতম ভাষা খুঁজে পাইনা, হয়ে যায় ছবি তা-
ড়ৈশ্বর্য মহিমায় আঁকি অব্যক্ত মনের কথা।

মানবতা সেতো বিদায় নিয়েছে বহুকাল আগে-
গ্ন-বিভৎস, কুলষিত রূপ আজো প্রাণে জাগে।
র্তমান নগ্ন সমাজে কতই না অভাব মানবতার-
তার দায়ভার শুধু কি সমাজে কারো একার?

বির ভাষায় কি লিখবো আসে না কবিতা-
বিকলাঙ্গ সমাজে পাইনা কোন শান্তির বারতা-
তান্ডব চালিয়ে ফিরিয়ে আনতে হবে মানবতা।

কবিতার প্রথম লাইন মিলিয়ে দেখবেন।

জয় হোক মেহনতি মানুষের
ফিরে আসুক নব রূপ সমাজের।

Poem on man humanity

Humanity would like for people to write poem
Like find a minimum, the picture becomes
Sixthscence draw glory unspeakable thoughts.

Grant humanity long ago taken away
Bare-like a nightmare, still life, forming seduce form.
What a lack of current naked society humanity
Just what are the sole responsibility of the person in society?

What do I write in the language of the poet comes poem
No peace in society, do not get deformed news item
There was to be brought back to humanity.


1797 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ বুধবার, 15 এপ্রিল 2015 15:35
শেয়ার করুন
 নাজমুল কবির

নিভৃতচারি কবি যিনি তাঁর মসির আঁচড়ে সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র অঙ্কন করে পাঠক সমাজে বেশ সমাদৃত হয়েছেন। কবি নাজমুল কবির প্রকৃত পক্ষে পহেলা জানুয়ারী উনিশশত ষাট সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। নিষ্ঠুর দারিদ্রতাকে জয় করে তিনি দেখিয়েছেন নিজের দৃঢ় আত্ম-প্রত্যয়ের দুঃসহ যন্ত্রনা। তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন এবং কাপাসিয়া পাইলট হাই স্কুলে অধ্যয়নরত থাকাকালীন সময়েই লেখায় হাতে খড়ি। কাপাসিয়া পাইলট হাই স্কুল হতে এস. এস. সি. এবং কাপাসিয়া কলেজ থেকে এইচ. এস. সি. কৃতিত্বের সহিত পাশ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ঢাকায় চাকুরীরত থাকাকালীন অবস্থায় তাঁর লেখা কবিতা সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত সেনাবার্তায় প্রকাশিত হয় এবং ঐ সময়েই সেনাবাহিনীর গোয়েন্দা পরিদপ্তর ও আই.এস.পি. এর অনুমতিক্রমে বাংলাদেশ বেতার ও টিভির তালিকাভূক্ত গীতিকার হন। তাঁর লেখা গান রেডিও ও টিভিতে নব্বই এর দশকে প্রচারিত হয়েছে। তিনি একাধারে একজন সাহিত্যিক ও অপরদিকে গাজীপুর২৪ডমকম প্রত্রিকার সম্পাদক এবং দৈনিক অপরাধ তথ্য পত্রিকার গাজীপুর জেলার ব্যুরো প্রধান। নবীন কবিদের প্রতি অগাধ ভালোবাসা যার নিত্য দিনের সঙ্গী। প্রকাশিত গ্রন্থসমূহঃ (১) হৃদয়ের মাঝখানে দেয়াল (২) এক বিন্দুতে ভালোবাসা (৩) নির্ঝর ভালোবাসা (৪) কবিতার কারুকাজ (৫) প্রম আসেনি (৬) ভুতের বাসা (৭) মেঘ বালিকার স্বপ্ন (৮) হোমিও মতে চিকিৎসা, হোমিও চিকিৎসা বিষয়ক বই (৯) দ্রোহের অগ্নি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এ বারের বইমেলায় যৌথ কাব্যগ্রন্থ আলোর বিকাশসহ ৬ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ তাঁর নিজস্ব শৈলী মাধুর্যতার পরিচয় মেলে। এবার বইমেলায় প্রকাশিত হবে 'শূন্য জীবন পুণ্যে ভরো' একক কাব্যগ্রন্থ।

10 মন্তব্য

মন্তব্য করুন

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.