এই পৃষ্ঠা প্রিন্ট করুন
বুধবার, 15 এপ্রিল 2015 13:20

পাখি ওয়ালা

লিখেছেন
লেখায় ভোট দিন
(1 ভোট)
                

পাখি লাগবে পাখি আছে হরেক রকম পাখি,  

সুখ পাখি, বাবুই পাখি, টিয়ে পাখি, ময়না পাখি

আছে নানা জাতের পাখি।  

সকালের সূর্য দেখায় পাখি করে ডাকা ডাকি,   

ঘুম ভাংবে তখন, যখন করবে ডাকাডাকি ।

পাখি আছে পাখি লাগবে পাখি ?

আছে হরেক রকমের পাখি ।

কার লাগবে পাখি,

আমি যে এক পাখিওয়ালা

তাই করছি ডাকাডাকি ।

 

পাখি বুঝে মনের কথা

কুহুকেকা ডাকে মুছে দেয় বেদনার জল,   

দুঃখ চলে যায় দিয়ে ফাঁকি ।

পাখি লাগবে পাখি আছে হরেক রকম পাখি

আমি যে এক পাখি ওয়ালা তাই করছি ডাকাডাকি । 

1161 বার পড়া হয়েছে সর্বশেষ হালনাগাদ সোমবার, 20 এপ্রিল 2015 20:40
শেয়ার করুন
মোঃ খোরশেদ আলম

ভোলা জেলার লালমোহন থানার পৌরঃ ২নং ওয়ার্ড সওদাগর চৌমনি ০২-১০-১৯৯১ইং জন্ম । লালমোহন  মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক , লালমোহন সরঃ শাহবাজপুর কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সিটি ইউনিভার্সিটি  বাংলাদেশ থেকে ইংলিশে শেষ করার অপেক্ষায় আছি । ছোট বেলা থেকে আমার কবিতার প্রতি কেমন যেন উদাসীনতা , কবিতা আমার কাছে ভাললাগে । তায় খুঁজে যাই নতুন কিছু

মোঃ খোরশেদ আলম এর সর্বশেষ লেখা

একই ধরনের লেখা

1 মন্তব্য